এটা কোনো ভালোবাসা নয়


  তোমার ফোন ওয়েটিং কেন? এই এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কমবেশি জগতের সব কপোত-কপোতীরাই জর্জরিত। তার মানে কি তারা একজন আর একজনকে বিশ্বাস করে না। অবশ্যই করে তবে অবিশ্বাস যে করে না তা না। উপছে পড়া আবেগগুলো কোন সম্পর্কে জন্ম নিলে সে সম্পর্কে ভালোবাসার চাইতে সন্দেহ উকি-ঝুকি খেলে বেশি। যে ভালোবাসা মানুষকে স্বাধীন করে তোলে সে ভালোবাসা আবদ্ধ করে রাখে সীমাবদ্ধতা সূত্রে।

এই যে এখন সে কোথায় আছে? কি করছে? কার সাথে আছে, কারো সাথে রুম ডেটিং করছে কিনা। রিক্সায় হুড তুলে সারা শহর ঘরছে কি না। কেউ পাশ থেকে তার কোমর ধরে বসে আছে কিনা। সম্পর্ক চলাকালীন সময় এসব তখন একটা মানুষের মাথায় ঘুরপাক করে। যখন ভালোবাসা চেয়ে আবেগের পরিমাণ বেশি থাকে। কেউ কেউ এমন আছে যাদের উপস্থিতি সন্দেহ দূর হয়ে যাবার পর নতুনভাবে দুশ্চিন্তা শুরু করে। প্রিয়জনের ফেলে আসা অতীত নিয়ে কত সব বিকৃতি ভাবনা চিন্তায। এর আগে সে কারছিল,কেই তার চোখ ছুতে পেরেছে কি না। চুমু খেতে পেরেছে কিনা। তাদের যৌন কোনো ইতিহাস কোন ভয়ঙ্কর স্মৃতি অথবা অন্যকিছু এখনো আছে কিনা।

আমার কথাগুলো তোমার সাথে তার সম্পর্ক 6 মাস, 1 বছর, ২ বছর ধরলাম আরো বেশি। কিন্তু তোমার সম্পর্কে জড়ানোর আগে ওই মানুষটা যৌবনে অনেকগুলো দিন কাটিয়েছে রাত কাটিয়েছে ওতালপাতাল দিনের দুই-চারটা নস্টালজিক গল্প থাকতেই পারে। এসব ভেবে এখন তোমার কি লাভ। অতীত তো অতীতই। অতীত নিয়ে দুঃশ্চিন্তা করা মানে অহেতুক সময়ক্ষেপণ।শরীর মন উভয়কে রক্তাক্ত করা। নিঃস্বার্থ সম্পর্কে বারবার পরাধীন এর মত সন্দেহপ্রবণ তোমার ফোন ওয়েটিং কেন। তারপরও এটা থাকতেই পারে সে বলতেই পারে অন্য একজনের সাথে কথা। সামান্য কথা বলাতে যদি অন্য কারো প্রেমে পড়ে যায়। তাহলে এমন একজনকে সস্তা চরিত্রের মানুষের সাথে সম্পর্কে জাড়াবার কি আছে। কারো মনে যদি নষ্টামি থাকে সে ভালো কোনো ভদ্র স্থানে গিয়ে ও নষ্টামি করবে। তুমি কি করবে তার কল কনফারেন্স করে কি করবে তার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে।

ভালবাসলে মানুষ উদয় হয়। যাকে ভালোবাসো তাকে সন্দেহ না করে এভাবে ভাবো তুমি তার স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের মানচিত্র। তোমার বুক সেই রাষ্ট্রের সীমানা, অনুভূতি সেই রাষ্ট্রের নীতিমালা। ঈর্ষা সেই রাষ্ট্রের সংবিধান। তোমার সরলতার সে রাষ্ট্রের স্বাধীনতা। সে যদি তোমাকে সরল পেয়ে স্বাধীন রাষ্ট্রের দুই চারটা পর্যন্ত ঘুরতে দেয় তাহলে তোমার কি করার আছে।

Share this post with your friends.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url