Call Dialer Change Problem Solved New Update
আসসালামু আলাইকুম। হঠাৎ করে অনেকের ফোনের ডায়ালপ্যাড পরিবর্তন হয়ে গেছে। অনেকেই ফোন নাম্বার খুঁজে পাচ্ছেন না এবং বিভিন্ন রকম সমস্যা হচ্ছে।
প্রথমেই আমি যদি ফোন থেকে ডায়ালপ্যাড ওপেন করি।
- এখানে দেখেন কন্টাক্ট একটি অপশন আছে। এখানে ক্লিক করব
- এখানে আমার ফোনের সব নাম্বারগুলো শো করতেছে না।
সমাধান পিক ১ |
- আবার নিচের দিকে দেখেন এইখানে আমার সিম ওয়ান সিম টু ছিল। যেখানে কিন্তু পরিবর্তন হয়ে এখন হোম এবং কিপ্যাড অপশন চলে আসছে।
|
এই নতুন আপডেটের পরে আপনি যে ফিচারগুলা পাবেন বা কোথায় ফোন নাম্বার খুঁজে পাবেন এবং কি কি নতুন পরিবর্তন আসছে এই বিষয়গুলো দেখাবো এবং আপনি যদি এটি ব্যবহার করতে না চান ঠিক আগের মত করে সিম ওয়ান অথবা সিম টু দেখতে চান সেটিও আপনার ফোনে সেটআপ করতে পারবেন।
এজন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারেন।
- আপনার ফোনের এই যে কল যে অপশনটি আছে এখানে চাপ দিয়ে ধরে থাকবেন।
- এরপর এখানে অ্যাপস ইনফরমেশন অথবা এই যে আই বাটন দেখতে পারবেন > ক্লিক করবেন ,তাহলে এই যে ফোন যেটি আছে এটার ডিটেইলস চলে আসবে
- একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ ইউজ যে অপশনটি আছে > ক্লিক করবেন >ক্লিক করার নিচের দিকে দেখেন ক্লিয়ার ডাটা যে অপশনটি আছে
- ক্লিক করবেন >ক্লিক করার পর >ডিলিট যে অপশন এখানে ক্লিক করবেন
তাহলে এই ফোন কলের যে অ্যাপসটি আছে এর আপডেটেড যে ডাটা আছে সেটি ডিলিট হয়ে যাবে এছাড়াও আপনি প্লে স্টোর থেকে ওটাকে আপডেট করতে পারেন এজন্য সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আসার পর
এখানে ফোন সার্চ করবেন যদি আপনার ফোন গুগ এর যে অ্যাপটি আছে সেটি ইউজ করে সেটিকে সহজেই খুঁজে পাবেন। সিম্পলি দেখেন ফোন সার্চ করতেছি। তাহলে আমার ফোনে এই যেটি আমি ইউজ করতেছি Google থেকে।
সো এখান থেকে আমি সিম্পলি যদি এখানে আপডেট থাকে সে আপডেটটি ইউজ করতে পারি। এবার যদি ওপেন করি। ওপেন করার পর দেখেন ঠিক আগের মতই আমি দেখতে পাচ্ছি।
যেমনটা শুরুতে আমার ফোনে ছিল। এখানে নিচের দিকে দেখেন সিম ওয়ান সিম টু চলে আসছে। আবার দেখেন এখানে কন্টাক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করলে ফোনের সব নাম্বারগুলো দেখা যাবে এবং এখান থেকে কল করা যাবে। এবং এটি একদম সিম্পল মনে হয় যেখানে সিম ওয়ান সিম টু থাকবে এবং ডায়াল প্যাডে আমরা ডায়াল করে যে কাউকে ফোন দিতে পারবো বা নাম্বার বের করতে পারব।
সো আপনি চাইলে এই আপডেট ডায়াল প্যাডটি ব্যবহার করতে পারেন অথবা আপডেট ক্যান্সেল করে আপনার যে পুরাতন স্টাইল ছিল যেখানে সিম ওয়ান সিম টু থাকবে অথবা ডায়ালপ্যাড থাকবে অথবা কন্টাক্ট নাম্বার সহজে বের করা যাবে সেটি আপনার ফোনে আপনি ব্যবহার করতে পারেন জাস্ট সিম্পল আপনার ফোন থেকে যে ডায়ালপ্যাড বা যে ফোনবুক অ্যাপটি আছে এটির ব্যাকগ্রাউন্ড ডাটা ক্লিয়ার করে দিলে আপনি পুরাতনভাবে ব্যবহার করতে পারবেন সো এই ব্যাপারে যদি আরো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী