ভালোবাসা মানে কিছু জীবন বদলে যাও এবং কিছু জীবনের


কথাগুলো মন দিয়ে শুনুন কথাগুলো মেনে চলতে পারলে আপনি হবেন পৃথিবীর অন্যতম একজন সুখী মানুষ।
কষ্ট নিয়ে হাসিমুখে অভিনয় করে যাওয়ার নামই জীবন। যদি তুমি কাউকে দুর্বল ভেবে ঠকিয়ে থাকো তাহলে মনে রেখো। এমন একটা দিন আসবে যেদিন অন্য কেউ তোমাকে ঠকাবে। হার মেনে নিয়ো না। আজকের দিনটি হইতো কঠিন আগামীকাল আরো খারাপ হয়ে যাবে কিন্তু এর পরের দিন গুলো নিশ্চয়ই ভালো যাবে।

একজন মানুষের সফলতার পেছনে যেসব বিষয়ে কাজ করে তার সবথেকে গুরুত্বপূর্ণ হলো মায়ের দোয়া। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া সম্ভব হয় না। সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটা জীবনের বড় সার্থকতা। একটি কথা মনে রাখবে, আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা নির্ভর করবে তোমার আজকের কাজ এর উপরে। এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না।

তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙ্গুল উঁচু করে দেখিয়ে দেবার মানুষের অভাব হবে না। পৃথিবীতে সব থেকে সুখের মুহূর্তগুলো মা-বাবাকে একসাথে হাসতে দেখা। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে। ভুল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে ওই স্থান চিরকাল খালি থাকায় ভালো।অন্যভাবে বলতে গেলে ভুল মানুষ জীবনে আর থেকে চিরকাল একা থাকাই ভালো। যদিও জীবনে একা থাকার প্রয়োজন হয় না জীবনে কেউ না কেউ চলে আসে। পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত কষ্টের সময় গুলোতে একা একা থাকতে হয়। মেয়েদের মুখের হাসি সুন্দর। কারন তারা খুব খুশি না হলে হাঁসে না আর ছেলেদের কান্না খুব কষ্টের কারন তারা খুব কষ্ট না পেলে কাঁদে না। কাউকে খারাপ বলার আগে ভেবে নেওয়া উচিত আমি নিজে কেমন। আর তারা থেকে আমার নিজের ভাল গুন কি আছে সবাই রাত জাগার কারন প্রেম হয়না। কারো রাত অপেক্ষায় কাটে

মনে রাখবেন কলিজার টুকরো মানুষগুলাই একসময় কলিজা ছিঁড়ে নিয়ে যায়। মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ । নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। জীবনে এমন কিছু মানুষ আছে যাদের ছাড়া নিজেকে ভাবতেও কষ্ট লাগে আপনার জীবনে এমন কেউ থাকলে কমেন্টে তাকে মেনশন করুন

Share this post with your friends.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url