আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না


পাতার নৌকা দিয়ে নদী পার হওয়া যায় না তেমনি মিথ্যা আবেগ মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না।

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না। ভালোবাসা মানে জীবনের এমন একজন থাকা যার প্রতি তোমার বিশ্বাস আছে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা খুব দ্রুতই চলে যায়। মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক। ভাগ্যবান তারাই যারা ভালোবাসার মানুষের সাথে সারাজীবন কাটানোর সুযোগ পাই কাউকে নিজের করে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করাটা বোকামি যে তোমাকে ভালোবাসবে সে এমনিতেই তোমার কাছে চলে আসবে। একটা কথা মনে রাখবে সম্মান পেতে হলে অবশ্যই তোমাকে আগে সম্মান করা শিখতে হবে। কাউকে হারানোর ভয়ে যদি মন ছটফট করে তাহলে বুঝে নিও যেখানে ভালোবাসা আছে। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভব ভাবে দুর্বল হয়ে পড়ে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হল আবেগ আর অতীতের শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলায় হল বাস্তব। একটি কথা মনে রাখবে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা নির্ভর করবে তোমার আজকের কাজ এর উপর।

ছোট বলায় একটা কথা শুনতাম তুমি কারোর ক্ষতি না করলে তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবে দেখছি উল্টোটা। তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না। কারণ আপন মানুষ গুলো সব সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভুল কথাটা সবসময় যে খারাপ ছিল তা কিন্তু নয়। ভুল থেকে নতুন কিছু শেখায় নামই হচ্ছে জীবন যে ভুল থেকে কিছু শিখতে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কাউকে মনের ক্ষতগুলো দেখাতে নেই কারণ মানুষের কাছে না থাকলেও সেটার জন্য লবণ ঠিকই থাকবে। কিছু মানুষ আছে যারা সারা জীবন অন্যের ভুল ধরি জীবন কাটিয়ে দেবে কিন্তু নিজের দোষ গুলো কখনোই দেখবে না হুট করে রেগে গিয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন। কারন প্রতিটা রাতেই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় তোমার প্রশংসা করার জন্য কেউ না থাকলেও তোমার নিন্দা করার জন্য পৃথিবীতে মানুষের অভাব নেই। মানুষকে সময়ে নয় অসময়ে চেনা যায় বেশি অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না।

অন্যদের কাছে খারাপ হতে চাও তাহলে সব সময় উচিত কথা বল প্রতিটি ফুলের বাগানে লেখা থাকে এখানে ফুল তোলা নিষেধ তাহলে গোটা পৃথিবীতে অনেক সুন্দর হতো একটা কথা মনে রাখবে আবেগ মোমবাতির মত এটা কিছুক্ষণ পরে নিভে যায় কিন্তু বিবেক সূর্যের মত যে কখনোই নেবেনা। আমাদের জীবনটা অনেকটাই দুবাইয়ের মত হওয়া উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অন্য লজ্জিত হয় না এবং অপর পা পিছিয়ে থাকলেও অন্য পা অহংকার করে না।



কারণ তারা জানে যে তারা একসময় ঠিকই একসাথে মিলিত হবে এই পৃথিবীতে ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়। কারণ তারা কাউকে ঠকাতে পারে না অল্প কেটে ফেলা মানুষের মন খুবই সরল হয় আর এই সরল মনের মানুষ গুলোই জীবনে বেশি কষ্ট পায় অতীতকে ভুলে যাওয়ার কথা কিন্তু অতীতকে যদি সত্যিই ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে শব্দটাই মুছে যেত। সবশেষে একটা কথা মনে রাখবেন যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসই।

Share this post with your friends.

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২২ অক্টোবর, ২০২৩ এ ১০:৩১ AM

    Wowo

Add Comment
comment url