Translate Own Languages

একটা জিনিস যা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছা কে মেরে ফেলে

 


কিছু কিছু মানুষ আছে যাদের মন খারাপ থাকা সত্বেও সবার সাথে হাসিখুশি থাকে। এবং কাউকে বুঝতে দেয়না তাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও সহজে মেনে নিতে পারে।

এ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারি। কিছু সম্পর্কের কোন নাম থাকেনা কিন্তু গভীরতা থাকে অনেক বেশি। বাস্তব এটাই যে সুন্দর মনের কোন দাম নেই। কিন্তু সুন্দররূপে অনেক বেশি দাম। মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে। কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারেনা। যদি মুখের ভাষা আচার-ব্যবহার ভালো না হয় তবে পড়তে পড়তে বিদ্যাসাগর হয়ে গেল মানুষের ভালোবাসা পাওয়া যায়না।

সম্পর্কে অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছা কে মেরে ফেলে। যোগ্যতা থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার মূল্য বোঝেনা। মানুষ চিনতে ভুল করাটা দোষের কিছু নয় কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতই হয়। আকাশে মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে যে কোন মুহূর্তে খুব সহজে রং বদলাতে পারে। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য হলেও জীবনে একবার ঠকে যাওয়া টা খুব দরকার। জীবনের সবথেকে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবেনা।

ভালোবাসা সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে ভালোবাসার মূল্য বোঝেনা। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি আর কোথাও নেই। যে মানুষগুলো আমাদেরকে রাত জাগা শিখায় সেই মানুষগুলোই শেষ পর্যন্ত আমাদের রাত জাগার সঙ্গী হয়ে থাকে না। না পাওয়ার ব্যথা তার থেকে কাউকে পেয়ে হারানোর ব্যথাটা একটু বেশি কষ্টের হয়। লোকে কি ভাববে এটা ভেবে কিছু করা বন্ধ করো না মনে রেখো জীবনটা তোমার লোকের নয়। লোকে তোমাকে ফ্রিতে খোঠা দিবে।খাদ্য দিবে না মাথায় রেখো।খোঠায় পেট ভরা না,পেট ভরে খাদ্যে। কষ্টের মাঝে বড় হয় তাদের কাছে সব কষ্টই সমান। মন থেকে একবার কাউকে আপন করে ফেললে মন থেকে তাকে মুছে ফেলা কখনো সম্ভব না।

যার রাগ বেশি সে নিরবে অনেক বেশি ভালোবাসতে জানে। ভালোবাসা তো সেটাই একজনকে ভালোবাসার পর জীবনে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে। যায় স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেটা পূরণ করার মত ভাগ্য সবার হয় না যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে বেশি রাগারাগি হয়। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরনো হলে মানুষ ঠিকমতো সময় দিতে পারে না। বর্তমান যুগে কাউকে মন থেকে ভালোবাসা টাই সব থেকে বড় পাগলামী।

যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম কিন্তু বড় হয়ে বোঝলাম ভূতের থেকেও মানুষ বেশি ভয়ঙ্কর অনেক কথাই তো বললাম এর ভিতরে কোন কথাটি আপনার জীবনের সাথে মিলে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না

Share this post with your friends.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url