ক্রাশ কে ভালোবাসার মনের কাছের মানুষ বানানো কি ঠিক


যে মানুষটা সারা দিন তোমার অপেক্ষায় বসে থাকবে যে মানুষটা তোমার কষ্টে কষ্ট পাবে তোমার কান্নায় তার চোখের জল ঝরবে তোমার হাসিতে তার মুখে হাসি ফুটে উঠবে। তখনই ভেবে নিয়ো যে তুমি তোমার মনের মানুষটি পেয়ে গেছে আর এই মনের মানুষ করাটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয় যদি কোনদিন তুমি পেয়ে যাও তাহলে আমি বলব হাতছাড়া কর না।


এখনকার সময় কল গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড অনেক পাবে কিন্তু সত্তিকারের ভালোবাসার মানুষ পাওয়াটা অনেক শক্ত। টাকা দিয়ে কিন্তু প্রায় সবই কেনা যায় শুধু ভালোবাসা দিয়ে ভালোবাসা টাকা দিয়ে বা টাকা দেখে হয়। আসলে সেটা ভালোবাসা নয় সেটা বিজনেস। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কে নিয়ে কোনদিন ব্যবসা করা যায় ভালোবাসা মানে পাগলামি ভালোবাসা মানে ক্ষমা ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে তার খেয়াল রেখে যাওয়া। যখন তার কষ্টে তুমি কষ্ট অনুভব করবে। যখন তারা আনন্দে তোমার মধ্যেও আনন্দের অনুভূতি হবে যে তুমি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছো।


ভালোবাসা কোনো অন্যায় নয় ভালোবাসা পবিত্র। ভালোবাসা আছে বলেই তো পৃথিবী টিকে আছে। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার খারাপ সময়েও তোমার হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকবে। আনন্দের দিনে সবাইকে পাশে পাবেন কিন্তু যেদিন তোমার বিপদের দিন সেই দিন যারা তোমার পাশে থাকবে তারাই তোমার আপনজন তোমার ভালোবাসার মানুষ। তাই খারাপ পরিস্থিতিতে যে মানুষটা সর্বদা পাশে দাঁড়িয়ে থাকে তাকে কোনদিন হাতছাড়া করেননি যান্ত্রিক দিনে সত্যি কারের ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন। বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কাজ হয় না আর যে সম্পর্কের স্বার্থ থাকে একে ভালোবাসা বলা যায়না থেকে আমরা বলতে পারি যে কি ভালোবাসা হোক নিঃস্বার্থ পবিত্র সীমাহীন আসলে সত্যি কারের ভালোবাসা কোনদিন পূর্ণ হয়না মানুষ টা একই থাকলেও প্রত্যেকদিন তাকে নতুন করে খুঁজে পাওয়ার নামই ভালোবাসা প্রত্যেক মুহূর্তে নতুন করে তার প্রেমে পড়ার নামই ভালোবাসা ভালোবাসা। ভালো লাগা আর ভালোবাসা কিন্তু একদম অন্য জিনিস। ভালো লাগা একটা খুব অল্প সময় তোমার মধ্যে থাকবে ভাললাগাকে এখনকার মর্ডান ছেলে মেয়েরা নাম দিয়েছে কিন্তু ভালোবাসা শুধু ক্রাশ খেলে হয় না ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি আছে যেটা আমি এই মুহূর্তে ভাষায় বর্ণনা করতে পারছি না ভালবাসলে তার জন্য সবকিছু করা যায় এমনকি ভালোবাসার জন্য অনেকে নিজের জীবনটাকে উৎসর্গ দিয়ে যায়।


তাই আমি বলব ভালোবাসার আরেক নাম যদি তুমি তার জন্য ত্যাগ করতে না পারো তাহলে তুমি তার যোগ্য প্রেমিক বা প্রেমিকা হতে পারবে না। শত বাধার মধ্যে দিয়েও যে শুধু তোমার সাথে থাকতে চাই যে শুধু তোমাকেই পেতে চায়। সেই তোমার স্বপ্নের রাজকন্যা রাজপুত্র যে শুধু তোমার বাস্তবে খেয়াল রাখে না বরং স্বপ্নেতে এসে তোমার সাথে খুনসুটি পড়ে যায় সেই তো তোমার মনের মানুষ।

Share this post with your friends.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url