NID নিবন্ধন স্লিপ ফরম নাম্বার দিয়ে এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক | Learn and Know


 Sms-এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক


 যে সকল ব্যক্তি নতুন ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু স্মার্ট কার্ড এখনো পাননি তারা স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশন এ গিয়ে টাইপ করুন 


SC < space > F < space > Form Number < space > D < space > yyyy - mm - dd ফরমেটে জন্মতারিখ লিখে । এবং সেন্ড করুন 105 নাম্বারে । 


উদাহরনঃ SC F 12xxxxxx D01-12-2001 Send To 105 


যারা  ভোটার নিবন্ধন হয়েছেন অর্থাৎ পুরনো লেমিনেটিং জাতীয় পরিচয় পত্র এর পরিবর্তে স্মার্ট কার্ড আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত কি না। তারা যেভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তথ্য চেক করবেন


 SC < space > NID < space > 17 সংখ্যার এনআইডি নাম্বার ( যাদের ২৩ সংখ্যার তাদের অবশ্যই এনআইডি নাম্বার পূর্ব জন্ম সন যোগ করতে হবে ) লিখে  ১০৫ নাম্বারে সেন্ড করুন ।


 উদাহরণ : SC NID 2001xxxxxxxxxxxxx Send To 105 


SMS এর মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের তারিখ ও কেন্দ্রের নাম জানতে অবশ্যই আপনাকে উপরের দেওয়া ফরমেটের নিয়ম অনুযায়ী এসএমএস করতে হবে । এভাবে খুব সহজেই আপনি আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস টি  সঠিকভাবে যাচাই করতে পারবেন 


নিবন্ধন স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে করনিয় কি ? 


যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদত্ত নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে , তাদেরকে নিকটস্থ থানায় জিডি করে এরপরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন , অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে জিডির মূল কপি সহ নির্বাচন কমিশন অফিসে জমা দিন ।

Share this post with your friends.

Next Post Previous Post
4 Comments
  • নামহীন
    নামহীন ১৫ ডিসেম্বর, ২০২২ এ ৯:৪৯ PM

    Helpful

  • নামহীন
    নামহীন ২৬ ডিসেম্বর, ২০২২ এ ৯:৫৫ AM

    Helpful

  • নামহীন
    নামহীন ২৬ ডিসেম্বর, ২০২২ এ ৫:৩৯ PM

    Darun

  • নামহীন
    নামহীন ২২ অক্টোবর, ২০২৩ এ ১০:৩১ AM

    Owow

Add Comment
comment url