ভালোবাসার নিয়ম যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে কথাগুলো পড়ুন


আপনার প্রিয় মানুষটাকে, আপনি যতই ভালোবাসো না কেন? যদি আপনি তাকে আগলে রাখতে না জানেন। তাহলে আপনার সেই ভালোবাসা খুব বেশিদিন টিকবে না ।একটা মানুষকে ভালোবাসার আগে তাকে আগলে রাখতে জানতে হয়। শুধুমাত্র তিনবেলা নিয়ম করে খেয়েছ কিনা! কি করছে আর ফোনে রাত জেগে কথা বললেই কাউকে আগলে রাখা যায়না ।


আগলে রাখতে হয় যত্ন করে। প্রত্যেক মানুষই চায় কেউ একজন তাকে আগলে রাখুক তাকে যত্ন করে ভালোবাসুক ।ভালো-মন্দ বিপদের সময় সব সময় তার পাশে থাকুক ।বিশেষ দিনে তাকে একটু সময় দিক মাঝেমধ্যেই ঘুরতে নিয়ে যায় কিংবা ছোটখাটো একটা উপহার দিক ।ভালোবাসতে সবাই পারে কিন্তু সবার ভালোবাসার যত্ন থাকে না ,ভালোবাসা খুব তাড়াতাড়ি হারিয়ে যায় ।একটা ছোট করা গাছ রোপণ করে তার পরিচর্যা করতে হয় তেমনি ভাবে সম্পর্কের ও পরিচর্যা করতে হয় যত্ন নিতে হয় ।


এই মুহূর্তে আপনার সাথে আছে ।তার ভালবাসার যত্ন নিন। হইতো আপনি মনে মনে ভাবছেন এত যত্ন নিয়ে কি হবে একজন গেলে আরেকটা আসবে। যদি এটা মনে হয় তাহলে আপনি শুধু একের পর এক মানুষ বদলাতে পারবেন কিন্তু সত্যি কারের ভালোবাসা পাবেন না ।ভালোবাসা সহজ কিন্তু ভালোবাসার মানুষ টাকে ধরে রাখা কঠিন অনেকে মনে করে যে থাকার সে এমনিতেই থাকবে। যে থাকার সে এমনিতে থাকবে না। আপনার কাছ থেকে যদি তার মূল্য না পায় কিংবা আপনি যদি তার সঠিক যত্ন নিতে না পারেন তাহলে আপনার উপর থেকে মুখ ফিরিয়ে নিতে খুব একটা সময় নিবে না ।


সাধারণত সম্পর্কে মেয়েরা সেক্রিফাইস বেশি করে আর ছেলেরা কম্প্রমাইজ বেশি করে। কেউ আপনার জন্য বারবার সেক্রিফাইস কিংবা কমপ্রমাইজ করে যাচ্ছে আর আপনি কিছুই করছে না তাহলে আপনি সম্পর্কের যত্ন নিতে সেখান নি। ভালোবাসা পাওয়ার আগে মানুষ তাকে আগলে রাখতে শিখুন একটু একটু করে হারিয়ে যাবার আগেই মানুষটাকে ধরে রাখুন একবার কাউকে আগলে রাখতে শিখে গেলে। আপনার ভালোবাসা পাবার অভাব হবে না তখন সে নিজেই আপনাকে আগলে রাখবে

Share this post with your friends.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url