কিভাবে ইউটিউব/YouTube থেকে ইনকাম_income করবেন: 3টি পদক্ষেপ (ছবিসহ)
আসা করি আপনারা ভাল আছেন।
আজ আমরা জানবো কিভাবে ইউটিউব থেকে হাজার টাকা আয় করব।
_____________________________
ইউটিউবে আপনি ৩ টি পদ্দতিতে আর্ন করতে পারেন।১. ভিডিও মনিটাইজেশন করে।
২. এফিলিয়েট মার্কেটিং করে।
৩. ভিডিও স্পন্সর করে।
১. ভিডিও মনিটাইজেশন করে।
আমরা টিভিতে যখন কোন নাটক বা সিনেমা দেখি। টিভি বা সিনেমা নির্মাতারা কোটি কোটি টাকা খরচ করে একটা নাটক বা সিনেমা তৈরী করে তা যখন আমরা টিভিতে দেখি তাতে তাদের লাভটা কোথায়। এর সব গুলো উত্তর হল বিভিন্ন কোম্পানীর এড। যা নাটক বা সিনেমা দেখানোর বিরতীতে প্রচার করে থাকে। ইউটিউবেও আপনি যখন একটা ভিডিও তৈরী করবেন এবং আপনার ভিডিও যখন কেউ ভিউ করবে তখন দেখবেন ভিডিওর মধ্যে এবং পাশে কিছু এড সো aকরে। আর এই এডগুলোতে যখন কেউ ক্লিক করবে এবং দেখবে তখনই আপানকে ইউটিউব একটা % আপনাকে দিবে। আর এটাকে বলে ভিডিও মনিটাইজেশন।
২. এফিলিয়েট মার্কেটিং করে।
ইউটিউবে অনেক ইউটিউবার আছেন যারা ভিডিও মনিটাইজেশন ছাড়াও এফিলিয়েশন করে আর্ন করেন। আর এ ধরনের আর্নিং এর জন্য সাধারনত প্রোডাক্ট রিভিউ টাইপের ভিডিও বানাতে হয়। এফিলিয়েট সাধারনত মার্কেটিং। অথ্যাত আপনি একটা ক্যামেরা নিয়ে রিভিউ টাইপের ভিডিও বানানেল। আর ভিডিওর নিচে আপনি এই ক্যামেরাটা কোথায় থেকে কিনবেন তার লিংক দিয়ে দিলেন এই লিংকে ক্লিক করে যত লোক এই পোডাক্টা কিনবে তার থেকে আপনি একটা কমিশন পাবেন আর ভিডিও ভিউ এর উপর ত আর্ন থাকছেই। আর এফিলিয়েশন সাধারনত অ্যামাজন, ইবে, ক্লিক ব্যাংক, আলি এক্সপ্রেস এই রকম সাইটেই এই সুবিধা দিয়ে থাকে।
৩. ভিডিও স্পনসর বানিয়ে :
বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন যারা স্পনসরশিপ নিয়ে ভিডিও বানিয়ে আর্ন করেন। অথ্যাত আপনি একটা ভিডিও বানালেন আর সেই ভিডিওর মধ্যে কোন কম্পানী সম্পর্কে বললেন বা প্রচার করলেন তাতে ঐ কোম্পানী আপনাকে টাকা দিবে। তবে ভিডিও স্পন্সর পেতে প্রথমে আপনাকে ভাল মানের ইউটিউবার হতে হবে। বাংলাদেশে প্রথম সারির কিছু ইউটিউবার আছেন যারা ভিডিও স্পন্সর তৈরী করে আর্ন করে ।