ফেসবুক একাউন্ট ডিলিট করার পদ্ধতি। How to delete my facebook (ছবিসহ)



অনেক নতুন ফেসবুক ব্যবহারকারী আছেন, যাহারা একাউন্ট ভাল ভাবে খুলতে পারে না আবার খুলতে পারলেও নিজের পছন্দমত নামে খুলেন না। এভাবে অনেক গুলো একাউন্ট খুলে ফেলেন।

এখন নিজের নাম্বার দিতে অনেক গুলো ফেসবুক একাউন্ট হয়ে যায়। তারপর মনে বলে সব একাউন্ট আজীবনের জন্য ডিলিট করতে ইচ্ছে হয়।


ফেসবুক একাউন্ট মুছে ফেলা খুবই সহজ।ফেসবুক একাউন্ট মুছে ফেলার জন্য এই লিংকটিতে ক্লিক করুন।এখানে ক্লিক করার পর আপনি দুটি অপশন পাবেন তা হচ্ছে আপনি ফেসবুক আইডি ডিলিট করতে চান নাকি ডিএকটিভ করতে চান।আপনি যে কাজটি করতে চান সে অনুযায়ী ক্লিক করুন।এরপর সাবমিট করুন।এবার ১৪ দিন সময় নিবে আইডি টি পুরোপুরি ডিলিট হওয়ার জন্য।


কমান্ড দেবার পর কখনো যদি আপনার মনে হয় একাউন্টটি আপনার ডিলিট করার প্রয়োজন নেই তাহলে দেরি না করে ১৪ দিনের ভেতরই আপনাকে লগ ইন করতে হবে তাহলে একাউন্ট চালু রাখার অপশন পাবেন।

ধন্যবাদ ভিউয়ার!!!!!!

Share this post with your friends.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url